নবম ও দশম শ্রেণী
বাংলা ১ম পত্র (বহুনির্বাচনি প্রশ্ন)
বই পড়া
১। ‘বই পড়া’ প্রবন্ধ অনুসারে ডেমোক্রেসির উত্তরাধিকারী কারা?
ক) ইংরেজরা খ) বাঙালিয়া
গ) ভারতীয়রা ঘ) পাকিস্তানিরা
২।
‘জ্ঞানের সৃষ্টি মনসাপেক্ষ’- এখানে ‘মনসাপেক্ষ’ অর্থ কী?
ক) মনোবঞ্ছিত খ) মনোনিবিষ্ট
গ) মননির্ভরশীল ঘ) মনোগ্রাহ্য
৩। প্রমথ চৌধুরীর মতে, দর্শনের চর্চা কোথায় করা যায়?
ক) ঘরে
খ) জাদুঘরে
গ) লাইব্রেরিতে ঘ) গুহায়
৪।
‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতারের ওপরে স্থান দিয়েছেন কেন?
ক) মানসিক সুস্থতার জন্য খ) শারীরিক সুস্থতার জন্য
গ) উচ্চশিক্ষা অর্জনের জন্য ঘ) জ্ঞানে বড় হওয়ার জন্য
৫।
‘বই পড়া’ রচনায় লেখক শিক্ষকদের কী হতে বলেছেন?
ক) দাতা খ) গ্রহীতা
গ) চালক
ঘ) সহায়ক
৬। শিক্ষকের সার্থকতা কোথায়?
ক) আত্মনিবেদিত হয়ে শিক্ষাদানে
খ) শিক্ষা অর্জনে ছাত্রকে সক্ষম করায়
গ) শিক্ষার্থীকে জ্ঞানদান করায়
ঘ) শিক্ষার্থীকে অধিক নম্বর অর্জনে সক্ষম করায়
৭। বিদ্যার সাধনায় গুরুকে ‘উত্তরসাধক’ বলা হয়েছে কেন?
ক) শিষ্যকে বিদ্যা শেখান বলে
খ) শিষ্যকে শিখতে উদ্বুদ্ধ করেন বলে
গ) শিষ্যকে মানুষ করে তোলেন বলে
ঘ) শিষ্যকে পড়া মুখস্থের তাগিদ দেন বলে
৮। শিষ্যকে বিদ্যার সাধনা কীভাবে করতে হয়?
ক) নিজ চেষ্টায়
খ) বই পড়ে
গ) গুরুকে অনুসরণ করে ঘ) আত্মস্থ করে
৯। ‘দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না’- প্রমথ চৌধুরীর এ মন্তব্যে কী প্রকাশ পেয়েছে?
ক) জাতীয় দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা
খ) স্বাস্থ্যসেবার খণ্ডিত রূপ
গ) মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা
১০। ‘শিক্ষার অপ্রয়োজনের দিকই শ্রেষ্ঠ দিক’ বলতে আসলে কোনটিকে বোঝানো হয়েছে?
ক) শিক্ষার্জনের মাধ্যমেই জীবসত্তাকে টিকিয়ে রাখা
খ) শিক্ষা লাভ করার মাধ্যমে মনুষ্যত্ব জাগ্রত করা
গ) শিক্ষালাভের মাধ্যমেই জীবনকে সাজানো
ঘ) শিক্ষার্জন মানেই বৃদ্ধিমান মানুষ তৈরি হওয়া
১১। আমাদের সবাইকে সাহিত্য চর্চা করতে হবে কেন?
ক) শিক্ষালাভের জন্য খ) জ্ঞানলাভের জন্য
গ) প্রতিষ্ঠালাভের জন্য ঘ) মানুষ হওয়ার জন্য
১২। প্রথম চৌধুরীর মতে, অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে দিতে পারে কে?
ক) গুরু
খ) শিষ্য
গ) সমাজ গ) রাষ্ট্র
১৩। কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে?
ক) গুরুর খ) আত্মার
গ) সাহিত্যের
ঘ) ডেমোক্রেসির
১৪। ‘আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে’- এ অংশটি কোন প্রবন্ধের?
ক) বই পড়া খ) পল্লিসাহিত্য
গ) শিক্ষা ও মনুষ্যত্ব ঘ) সাহিত্যের রূপ ও রীতি
১৫। আমাদের স্কুল-কলেজে ছেলেরা বই পড়ে কীভাবে?
ক) দায়ে পড়ে খ) বাধ্য হয়ে
গ) স্বেচ্ছায় ঘ) শিক্ষার জন্য
১৬। প্রমথ চৌধুরীর মতে, আমাদের সমাজ কেমন?
ক) উচ্ছৃঙ্খল খ) বিভ্রান্ত
গ) নিজীব ঘ) নিরানন্দ
১৭।
‘পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়’- এ মতবাদের বিরুদ্ধ মতবাদ কোনটি?
ক) বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়
খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
গ) শিক্ষা অজৃন ও গ্রহণের ব্যাপার
ঘ) জ্ঞানহীনে জ্ঞান দেন গুরু মহাশয়
১৮। স্কুল-কলেজের শিক্ষাকে ‘মারাত্মক’ বলা হয়েছে কেন?
ক) অতিরিক্ত ব্যয়বহুল
খ) স্বশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট করে
গ) পাঠ্য বিষয় জীবনবিমুখ
ঘ) মুখস্থের ফলে জীবনী শক্তি ক্ষয় হয়
১৯। প্রমথ চৌধুরীর মতে ছেলেরা নোট মুখস্থ করে কেন?
ক) জ্ঞান অর্জন করতে খ) শিক্ষিত হতে
গ) পেটের দায়ে
ঘ) বাহ্বা পেতে
২০। জাতি হিসেবে আমরা ‘নির্জীব’ কেন?
ক) সচ্ছরতার অভাবে খ) আনন্দশূন্য বলে
গ) মনোবরের অভাবে ঘ) শৌখিনতা নেই বলে
২১। মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝেমধ্যেই কী লাগাতে হয়?
ক) কড়ি খ) অর্থ
গ) বই ঘ) বুদ্ধি
২২। প্রমথ চৌধুরী কাউকে শখ হিসেবে বই পড়ার পরামর্শ দেননি, কারণ-
i. আমরা জাতি হিসেবে শৌখিন নই
ii. এখন ঠিক শখ করার সময় নয়
iii. শখ হিসেবে বই পড়া সাহিত্যচর্চা নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। শিক্ষা কী দূর করবে বলে আমাদের বিশ্বাস?
ক) ব্যথা ও বেদনা খ) গায়ের জ্বালা ও চোখের জল
গ) বেকারত্ব ও দারিদ্র্য ঘ) অভার দৈন্য
২৪।
‘যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভাঁড়েও ভবানী’- এ কথার অর্থ কী?
ক) ধনার্জন জ্ঞানসাপেক্ষ খ) জ্ঞানার্জন ধনসাপেক্ষ
গ) বিষয় দুটো পরিপূরক ঘ) গরিবের ঘোড়া রোগ
২৫। লেখকের মতে, সাহিত্যচর্চা আসলে কী?
ক) মনের চিকিৎসা খ) শিক্ষার সর্বপ্রধান অঙ্গ
গ) শিক্ষার অন্যতম অঙ্গ ঘ) বিপ্লবী মানস অর্জন
২৬। কোনটির সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না?
ক) কর্মের খ) ধর্মের গ) পরীক্ষার ঘ) শিক্ষার
২৭।
‘সাহিত্যের নগদ বাজারদর নেই’- কারণ কী?
ক) তৎক্ষণাৎ অর্থের উপার্জন হয় না
খ) মুহূর্তের মধ্যে মূল্যায়িত হয় না
গ) নগদ মূল্য দিয়ে কিনতে চায় না
ঘ) কেউ সাদরে গ্রহণ করে না
২৮। ডেমোক্রেসি সাহিত্যের মর্মকথা বোঝে না কেন?
ক) বাজার মূল্য নেই বলে
খ) মানবিক মূল্যহীন বলে
গ) সামাজিক মূল্যের অভাব বলে ঘ) জৈবিক মূল্য নগণ্য বলে
২৯। ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।’ এখানে স্বাস্থ্য বলতে কী বোঝানো হয়েছে?
ক) যা আপনা-আপনি আসে খ) ছোঁয়াচে রোগের মতো
গ) যা অর্জন করতে হয় ঘ) অনায়াস পাওয়া যায়
৩০। সাহিত্যচর্চার সুফল সম্বন্ধে অনেকেই কী?
ক) ভাগ্যবান খ) নিশ্চিত
গ) সন্দিহান ঘ) আগ্রহী
৩১। কিসের সুফল সম্পর্কে অনেকেই সন্দিহান?
ক) সাহিত্যচর্চা
খ) বিজ্ঞানচর্চা
গ) দর্শনচর্চা ঘ) ডেমোক্রেসির চর্চা
৩২। ‘বই পড়া’ প্রবন্ধে নিচের কোন ব্যবসার কথা বলা হয়েছে?
ক) আইন ব্যবসা
খ) শিল্প ব্যবসা
গ) কাগজের ব্যবসা ঘ) কৃষি ব্যবসা
৩৩।‘ যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়’Ñ এখানে ‘মনে বড়’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) আলোকিত
খ) সংস্কৃতিমান
গ) শিক্ষিত ঘ) শৈল্পিক
৩৪। ‘গতাসু’ অর্থ কী?
ক) মৃত খ) অতীত সময়
গ) রিক্ত ঘ) গতকাল
৩৫। ‘বই পড়া’ প্রবন্ধে লেখকের মতে, সাহিত্যের চর্চা কোথায় হওয়া উচিত?
ক) করেজে খ) লাইব্রেরিতে
গ) জাদুঘর ঘ) বিদ্যালয়ে
৩৬। ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে সুস্থ জীবনধারা গড়ে তুলতে আবশ্যক কোনটি?
ক) পাঠাগার প্রতিষ্ঠা খ) বিদ্যালয় প্রতিষ্ঠা
গ) হাসপাতাল প্রতিষ্ঠা ঘ) ব্যায়ামাগার প্রতিষ্ঠা
৩৭। প্রথম চৌধুরী ‘কঠিন প্রাণের লোক’ বলতে কাদের বুঝিয়েছেন?
ক) দেশের শিক্ষার্থীদের খ) অভিজাত ফরাসিদের
গ) সৃজনশীল ব্যক্তিদের ঘ) সন্তানের মা-বাবাকে
৩৮। শিক্ষাক্ষেত্রে কোন জিনিসের গুরুত্ব আমাদের দেশে সর্বাধিক?
ক) অধিকসংখ্যক লাইব্রেরি প্রতিষ্ঠা খ) সুশিক্ষিত শিক্ষকমন্ডলী
গ) উন্নত মানের পাঠ্যপুস্তক ঘ) শিক্ষার শান্ত পরিবেশ
৩৯। ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’- এ উক্তিটি কার?
ক) প্রথম চৌধুরীর খ) মোতাহের হোসেন চৌধুরী
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
৪০। প্রথম চৌধুরীর মতে, ‘যথার্থ শিক্ষিত’ ব্যক্তিমাত্রই কী?
ক) প্রগতিশীল
খ) কেতাবি
গ) ডিগ্রিধারী ঘ) করিৎকর্মা
৪১। ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’- এ কথা দ্বারা কী বোঝায়?
ক) প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চতর ডিগ্রি
খ) লাইব্রেরি থেকে বই নিয়ে বিদ্যা অর্জন
গ) কেবল শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা
ঘ) নিজ উদ্যোগে অর্জিত শিক্ষা
৪২। প্রথম চৌধুরীর মতে, আমাদের এখন শখ করার সময় নয় কেন?
ক) জাতি হিসেবে বেহিসাবি বলে
খ) জাতি হিসেবে শৌখিন নই বলে
গ) অধিকাংশ লোক অলস বলে
ঘ) সিংহভাগ লোক বেকার বলে
৪৩। ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়’Ñ কে বলেছেন?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রথম চৌধুরী ঘ) মোতাহের হোসেন চৌধুরী
৪৪। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চেয়ে কম নয়?
ক) হাসপাতারের খ) স্কুলের
গ) কলেজের ঘ) বিশ^বিদ্যালয়ের
৪৫। প্রথম চৌধুরীর মতে, কোন কথাটি গুনলে অনেকে চমকে উঠবেন?
ক) বই পড়া সর্বশ্রেষ্ঠ শখ
খ) ধর্মের চর্চা মন্দিরের বাইরেও চলে
গ) শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করা নয়
ঘ) লাইব্রেরির সার্থকতা স্কুল-কলেজের চেয়ে একটু বেশি
৪৬। প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৬১ খ) ১৮৬৮ গ) ১৮৮৯ ঘ) ১৮৯০
৪৭। প্রথম চৌধুরী কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক) ৭ই মে খ) ২৬ শে জুন
গ) ৭ই আগষ্ট ঘ) ২রা সেপ্টেম্বর
৪৮। ‘সবুজপত্র’ কার সম্পাদিত পত্রিকা?
ক) প্রথম চৌধুরী খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) কাজী নজরুল ইসলাম ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
৪৯। চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
ক) সবুজপত্র খ) নবযুগ
গ) সমাচার দর্পণ ঘ) সংবাদ প্রভাকর
৫০। যে জাতি মনে বড় নয়, সে জাতি কিসে বড় নয়?
ক) শিক্ষায় খ) অর্থে
গ) জ্ঞানে ঘ) ধনে
৫১। ধনের সৃষ্টি কোনটির সাপেক্ষ?
ক) চিন্তাচেতনা খ) মন
গ) জ্ঞান ঘ) বুদ্ধিবৃত্তি
৫২। জ্ঞানের সৃষ্টি কোনটির সাপেক্ষ?
ক) চিন্তাচেতনা খ) মন
গ) জ্ঞান ঘ) বুদ্ধিবৃত্তি
৫৩। শিক্ষা আমাদের কোনটি দূর করবে বলে আমরা মনে করি?
ক) দরিদ্রতা খ) অভাব-অনটন
গ) চোখের জল ঘ) পারিবারিক কলহ
৫৪। ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?
ক) সার্টিফিকেট অর্জন খ) সাহিত্যচর্চা
গ) শিক্ষাপ্রতিষ্ঠান ঘ) স্কুল-কলেজ
৫৫। ‘জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়’- এই উক্তির ব্যবহার রয়েছে কোনটিতে?
ক) বাঙলা শব্দ খ) বই পড়া
গ) একাত্তরের দিনগুলি ঘ) দেনাপাওনা
৫৬। ‘বই পড়া’ প্রবন্ধে লেখক কোথায় দর্শনের চর্চা করা যায় বরে উল্লেখ করেন?
ক) মন্দিরে খ) গুহায় গ) ঘরে ঘ) লাইব্রেরিতে
৫৭। সাহিত্যচর্চা করার জন্য কোনটি অবশ্যম্ভবী?
ক) বইপত্র খ) লাইব্রেরি গ) জাদুঘর ঘ) মেধা
৫৮। ‘বই পড়া’ প্রবন্ধে কোনটি প্রতিষ্ঠার ফলে দেশের উপকার হবে বলে লেখক উল্লেখ করেন?
ক) লাইব্রেরি খ) হাসপাতাল
গ) স্কুল-কলেজ ঘ) দাতব্য প্রতিষ্ঠান
৫৯। কোনটি কেউ কাউকে দিতে পারে না?
ক) শিক্ষা খ) অর্থ গ) ধন-সম্পদ ঘ) স্থাবর সম্পত্তি
৬০। সুশিক্ষিত লোকমাত্রই কী?
ক) জ্ঞানী খ) স্বশিক্ষিত গ) ভদ্র ঘ) বুদ্ধিমান
৬১। কোন রাজ্যের দান গ্রহণসাপেক্ষ?
ক) মনোরাজ্যের খ) নিজ রাজ্যের
গ) বৈশি^ক রাজ্যের ঘ) পার্থিব রাজ্যের
৬২। কে ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন?
ক) বন্ধু খ) মা গ) শিক্ষক ঘ) বাবা
৬৩। মায়েদের জোর করে শিশুদের গো-দুগ্ধ খাওয়ানোর বিষয়টি কোনটির সাথে তুলনা করা যায়?
ক) সাহিত্য খ) পাঠ্য বিষয়
গ) শিক্ষাব্যবস্থা ঘ) শিক্ষর পদ্ধতি
৬৪। আমরা আত্মার অপমৃত্যুতে ভীত না হয়ে কী হয়ে উঠি?
ক) উৎফুল্ল খ) আতঙ্কিত গ) হতভম্ব ঘ) অবাক
৬৫। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে, তত কী হচ্ছে?
ক) উন্নয়ন খ) শিক্ষার বিস্তার
গ) বেকার ঘ) অগ্রগতি
৬৬। জ্ঞানচর্চার বিকাশ সাধনের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করা দরকার-
i. সরকারি প্রতিষ্ঠান ii. গ্রামে গ্রামে
iii. নগরে নগরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৭। আমাদের ছাত্ররা পরীক্ষার হলে কী উদ্গিরণ করে?
ক) শিক্ষকের শেখানো বিদ্যা
খ) সৃজনশীল লেখা গ) পাঠ্যবইয়ের মুখস্থ বিদ্যা
ঘ) নোট বইয়ের মুখস্থ বিদ্যা
৬৮। লেখকের মতে, মানবজাতি কয় ভাগে বিভক্ত?
ক) দুই ভাগে খ) তিন ভাগে
গ) পাঁচ ভাগে ঘ) ছয় ভাগে
৬৯। আমাদের শিক্ষিত সমাজ বই স্পর্শ করে কেন?
ক) ইচ্ছাকৃত খ) বাধ্য হয়
গ) মনের আনন্দে ঘ) মনের খুশিতে
৭০। কোনটির স্পর্শে মানুষের মনপ্রাণ সজীব, সতেজ হয়ে ওঠে?
ক) দুঃখের খ) আনন্দের
গ) নতুনত্বের ঘ) কোনো কিছু প্রাপ্তির
৭১।
‘সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়া’ দ্বারা কী বোঝায়?
ক) সাহিত্যচর্চা না করা খ) সাহিত্যচর্চা করতে না দেওয়া
গ) সাহিত্যচর্চা করে আনন্দ না পাওয়া
ঘ) জাতির জীবনীশক্তি হ্রাস করা
৭২।
‘গতাসু’ অর্থ কী?
ক) মৃত খ) অতীত সময়
গ) রিক্ত ঘ) হজম
৭৩। ‘গলাধঃকরণ’ দ্বারা কী বোঝায়?
ক) হজম করা খ) পেট ভরানো
গ) খাওড়া
ঘ) গিলে ফেলা
সঠিক উত্তর (বই পড়া)
১. ক ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. খ
৮. ক ৯. ক ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. ক
১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. ক
২২. ক ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. ক
২৯. গ ৩০ গ ৩১. ক ৩২. ক ৩৩. ক ৩৪. ক ৩৫. খ
৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. ক ৪০. ক ৪১. ঘ ৪২. খ
৪৩. গ ৪৪. ক ৪৫. ঘ ৪৬. খ ৪৭. গ ৪৮. ক ৪৯. ক
৫০. গ ৫১. ক ৫২. খ ৫৩. গ ৫৪. খ ৫৫. খ ৫৬. খ
৫৭. খ ৫৮. ক ৫৯. ক ৬০. খ ৬১. ক ৬২. গ ৬৩. গ
৬৪. ক ৬৫. খ ৬৬. গ ৬৭. ঘ ৬৮. ক ৬৯. খ ৭০. খ
৭১. ঘ ৭২. ক ৭৩. ঘ
