নবম ও দশম শ্রেণীর (বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর) বাংলা ১ম পত্র - শিক্ষা ও মনুষ্যত্ব। Class Nine & Ten (MCQ)





নবম ও দশম শ্রেণী
বাংলা ১ম পত্র (বহুনির্বাচনি প্রশ্ন)
শিক্ষা ও মনুষ্যত্ব

১।  মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
    ক) ১৯০০    খ) ১৯০২      গ) ১৯০৩        ঘ) ১৯০৪
২।  মোতাহের হোসেন চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
   ক) ঢাকায়     খ) বরিশালে   গ) কুমিল্লায়      ঘ) যশোরে
৩।  মোতাহের হোসেন চৌধুরী কত সালে মারা যান?
    ক) ১৯৫৫    খ) ১৯৫৬      গ) ১৯৬৫        ঘ) ১৯৬৭
৪।  মোতাহের হোসেন চৌধুরী মূলত কী ছিলেন?
   ক) কবি       খ) ছাড়াকার    গ) গীতিকার     ঘ) গদ্যকার
৫।  ‘শিখা’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো?
   ক) রাজশাহী  খ) কুমিল্লা      গ) যশোর        ঘ) ঢাকা
৬।  মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ গ্রন্থের নাম কী?
   ক) সংস্কৃত কথা                খ) সবুজপত্র
   গ) প্রবন্ধ সংগ্রহ                 ঘ) সংস্কৃতি কথা
৭।  স্বশিক্ষার ফলাফল নিচের কোনটি?
   ক) সুশিক্ষা                        খ) অর্থ শিক্ষা
   গ) নিজের শিক্ষা               ঘ) আদর্শ শিক্ষা
৮।  ‘তিমির’ শব্দের অর্থ কী?
   ক) মৃদু আলো                  খ) সামান্য আঁধার
   গ) অন্ধকার                     ঘ) যন্ত্রণা
৯।  সেখানে মুক্তি নেই, যেখানে নেই
   ক. চিন্তার স্বাধীনতা              খ. বুদ্ধির স্বাধীনতা
   গ. আত্মপ্রকাশের স্বাধীনতা
    নিচের কোনটি সঠিক
    ক) i ও ii     খ) i ও iii      গ) ii ও iii      ঘ) i, ii ও iii
১০। শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
   ক) প্রয়োজনীয় দিক            খ) অপ্রয়োজনীয় দিক
   গ) হালকা দিক                 ঘ) বিশেষ দিক
১১।  শিক্ষা আমাদের কী শেখায়?
   ক) কঠোর হতে                খ) পরিশ্রম করতে
   গ) নৈতিক হতে                ঘ) জীবনকে উপভোগ করতে
১২।  জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার উপায় কোনটি
   ক) শিক্ষা      খ) অর্থ          গ) সম্পদ        ঘ) সুনাম
১৩।  শিক্ষা আমাদের কোন সত্তার ঘরে নিয়ে যেতে পারে?
   ক) জীবসত্তার                   খ) মানবসত্তার
   গ) স্বাধীনসত্তার                 ঘ) অধীনসত্তার
সঠিক উত্তর (শিক্ষা ও মনুষ্যত্ব)
১. গ ২. গ. ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. খ
১১. ঘ ১২. ক ১৩. খ


 

Post a Comment (0)
Previous Post Next Post