সিরাম কেন ব্যবহার করবে, এবং এর প্রয়োজনীয়তা এত বেশি কেন ত্বক এর জন্য!
আমাদের অনেকের ধারণা সিরাম মানেই বাড়তি খরচ। ত্বকের যত্নে এর জন্য একটা সাবান অথবা ক্রিম যথেষ্ট। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি হয়তো নিজেও জানেন না সিরাম ব্যবহারে আপনার ত্বক এ জাদুর মত কাজ দিবে।
সিরাম হল ত্বকের যত্নে বিশেষ একটা ধাপ।
এটার মূল কাজ হলো ত্বকের গভীরে গিয়ে ত্বকের ক্ষত পুরোন করা।
ত্বক পরিষ্কার করে করে, মশ্চারাইজার ব্যবহারের আগে সিরাম ব্যবহার করা খুবই উত্তম। যেসব সিরাম এ এ্যাসেনশিয়াল অয়েল এবং ভিটামিন অয়েল আছে,ওই ধরনের সিরাম বেছে নেয়া যেতে পারে।
যা ত্বকে তেলতেলে চিটচিটে করেনা। ত্বক এর সাথে খুব ভালোভাবে মিশে যায়। সিরাম সাধারণত চার থেকে পাঁচ ফোটায় যথেষ্ট। এটা ব্যবহারের সময় খুব কম লাগে।
সিরাম ব্যবহারে যা যা উপকার পাবেন__
*খুব সহজেই ত্বক এর বয়সের ছাপ পড়তে দেয় না।
*ফোলা ভাব কমিয়ে আনে, দাগ হালকা করে।
*চোখের নিচের কালো দাগ দূর করে।
পাতলা skin কে মোটা করে।যাদের রগ দেখা যায়।
*ত্বকে লালচে হয়ে যায়, রেস & এলার্জি সমস্যা দূর করে।
সিরাম ত্বকের গভীরে গিয়ে বলিরেখা বা নিষ্প্রাণ ত্বক এর সমস্যার বেশকিছু সমস্যার সমাধান করে। নিয়মিত ব্যবহারে ত্বক এর উজ্জ্বলতা ফিরে আসে।